Advertisement

DurgaPur Swastha Sathi Card Chaos: স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি না নেওয়ায় মৃত্যু জখম ব্যক্তির, দুর্গাপুরে বিক্ষোভ

ফের বিতর্কের শিরোনামে স্বাস্থ্য সাথী কার্ড। অভিযোগ জখম ব্যক্তিকে স্বাস্থ্যসাথী কার্ড থাকায়,কোনও হাসপাতাল ভর্তি না নেওয়ার মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃতের নাম নির্মল মণ্ডল। জখম ব্যক্তিকে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এরপর তাকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে, অভিযোগ স্বাস্থ্যসাথী কার্ড থাকায় কোনও হাসপাতাল ভর্তি করতে চায়নি । তেরো-চোদ্দঘন্টার এই টানাপোড়েনে মৃত্যু হয় ওই ব্যক্তির। এর প্রতিবাদে উত্তেজিত গ্রামবাসী মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখায়।

DurgaPur Swastha Sathi Chaos one dead road blockade

Advertisement