Advertisement

VIDEO: জল ছাড়ল ডিভিসি, প্লাবনের আশঙ্কা কতটা?

গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে দামোদর ভ্যালি কর্পোরেশন এর দুটি বাঁধ পাঞ্চেত এবং মাইথনে বিপুল পরিমান জল জমে গিয়েছে। তাই ডিভিসির সিদ্ধান্ত অনুযায়ী আজ বেলা বারোটার সময় মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে কিছু পরিমান জল ছাড়া হয়েছে। মাইথন ও পাঞ্চেত থেকে যথাক্রমে ৭১৫০ ও ১১৩২১ কিউসেক জল ছাড়া হয়েছে। তবে ডিভিসি কর্মকর্তাদের মত অনুযায়ী যে পরিমান জল ছাড়া হয়েছে তাতে বাংলার কোন অংশে প্লাবনের আশঙ্কা থাকছে না।

Advertisement