Advertisement

Burdwan Tribal Girl Murder Case: 'রাত দখল'-এর রাতে হত্যা বর্ধমানের আদিবাসী তরুণীকে, অভিযুক্তকে ধরে খুনের কারণ বলল পুলিশ

সম্পর্কে টানাপোড়েনের কারণেই খুন করা হয়েছে বর্ধমানের নান্দুর ঝাপানতলার আদিবাসী তরুণীকে। শনিবার অভিযুক্ত অজয় টুডুকে গ্রেফতার করে নিয়ে আসার পর এই দাবি করলেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপ। তাঁর বক্তব্য,'অজয়ের পূর্বপরিচিত ওই আদিবাসী তরুণী। সম্পর্কে টানাপোড়েনের কারণেই খুন। গতকাল সন্ধ্যে নাগাদ পাঁশকুড়া থেকে গ্রেফতার করা হয়েছে অজয় টুডুকে'। আমনদীপ বলেন,'আমি গত ৫-৬ বছরের কেরিয়ারে এই ধরনের ঘটনা দেখিনি যেখানে অভিযুক্তকে ধরতে অন্যান্য জেলার পুলিশ সাহায্য করেছেন'।

Advertisement
POST A COMMENT