৭৫ তম স্বাধীনতা দিবস (Independence Day) উদযাপন (Celebration( করল পূর্ব রেলের হাওড়া ডিভিশন (Howrah Rail Division)। হাওড়া স্টেশন সংলগ্ন গান্ধী উদ্যানের পাশেই আয়োজন করা হয় অনুষ্ঠানটির। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন হাওড়া ডিভিশনের ডি আর এম মনীশ কুমার জৈন। তিনি বলেন আজকের দিনে আমরা অঙ্গিকার বদ্ধ হচ্ছি, আগামী দিনে ভারতীয় রেলকে আরো এগিয়ে নিয়ে যাবার কর্মসূচি নেওয়া হবে। যারমধ্যে যাত্রী সুরক্ষার ওপর বেশি জোর দেওয়া হবে।