'নারী ক্ষমতায়নের পরীক্ষাগার ছিল বাংলা। ১০০ বছর আগে নারী ক্ষমতায়নে দেশকে পথ দেখাত। আরজি করের পর কসবা আইন কলেজে মহিলাদের উপর যে নির্যাতন চলছে, যা বুঝিয়ে দেয় মহিলাদের প্রতি এই সরকারের ভাবনা'। কসবাকাণ্ডে বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।