Advertisement

'সাধু, সন্তদের নাম কেটে দিচ্ছে,' SIR ইস্যুতে বললেন মমতা, VIDEO

কপিল মুণির আশ্রমে গিয়ে নির্বাচন কমিশন নিয়ে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'অন্যায় হচ্ছে। এমনকী শুনলেন তো ভারত সেবাশ্রম সংঘের মহারাজ, তাঁর নামটাও কেটে দিয়েছে। অনেক মহারাজের নাম বাদ দিয়েছে। সাধু-সন্তদের নাম কেটে দিয়েছে। এটা অন্যায় করছে। বিজেপির ইশারায় যদি কাজ করে কেউ, প্রভুর নির্দেশে কাজ করে, এটা অন্যায় হচ্ছে মানgষের সঙ্গে। এই অন্যায় বরদাস্ত করব না।'

Advertisement
POST A COMMENT