SIR-এর কাজ করতে গিয়ে অনেক BLO-র মৃত্যু হয়েছে। কেউ কেউ অসুস্থ হয়েছেন বলেও অভিযোগ। সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার জানান, 'কোনও কোনও BLO অসুস্থ হচ্ছেন। সেক্ষেত্রে জেলাশাসকরা সাহায্য করবেন। কেউ যদি SIR-এর কারণে মারা যান তাহলে ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশ রিপোর্ট চাওয়া হয়েছে। আজই চারজন ডিএম তাঁদের রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন। তারপরই সব দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে তাড়াহুড়ো করা হবে না।'