Advertisement

Elephant Attack: গঙ্গাজলঘাটিতে হাতির তাণ্ডব, ভাঙল বাড়ি, আতঙ্কে গ্রামবাসীরা

উত্তর বাঁকুড়ার বনাঞ্চল লাগোয়া বনবস্তি এলাকায় হাতির হানা অব্যাহত। গত দুদিনে একটি দাঁতাল হাতি বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি রেঞ্জের পাপরাডিহি গ্রামে তাণ্ডব চালায় বলে বন দফতর সূত্রে খবর । স্থানীয় সূত্রে জানা যায় পাপরাডিহি গ্রামের বাসিন্দা উজ্জ্বল ঘোষের বাড়িতে আচমকা হামলা চালায়। বাড়ির সামনের অংশ ভেঙে তছনছ করে দেয় । ঘটনার আকিষ্মকতায় আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা । হাতিটিকে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করে বনদফতর। বন দফতরের পক্ষ থেকে জানা গেছে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।

Advertisement
POST A COMMENT