Advertisement

VIDEO: ঝাড়গ্রামের বেশ কয়েকটি গ্রামে হাতির তাণ্ডব, নষ্ট বহু ফসল

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের ভালকিশোল, বাগমারি, তারাঝুড়ি, নিশ্চিন্তা সহ আরও বেশ কয়েকটি গ্রামের কৃষি ক্ষেত ক্ষতিগ্রস্ত হাতির তাণ্ডবে। গ্রামবাসীরা বার বার বনদপ্তরকে জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ। কলাইকুন্ডার রেঞ্জ অফিসার, মন্ত্রী নেতাদেরকে জানিও কোন লাভ হয়নি। বন বিভাগের ও প্রশাসনের কোনও রকম সহায়তা না পেয়ে হতাশ এলাকার মানুষ।

Elephant poaching in several villages of Jhargram

Advertisement