Advertisement

Elephant at Siliguri: জঙ্গল থেকে বেরিয়ে শিলিগুড়িতে শহর ভ্রমণ গজরাজের

শিলিগুড়িতে সাত সকালে জঙ্গল থেকে বেরিয়ে শহরের একাংশ ঘুরে বেড়াল একটি পূর্ণবয়স্ক পুরুষ হাতি। শিলিগুড়ির মাটিগাড়ার সিটি সেন্টার মলের পিছন দিকে সুকান্তপল্লী এলাকায় এদিন সকাল সাড়ে ৬ টা নাগাদ হাতিটিকে দুলকি চালে পাড়ার রাস্তা দিয়ে হাঁটতে দেখেন এলাকাবাসী। আচমকা গজরাজের আগমনে চমকে গেলেও ছবি তুলতে ভোলেননি কেউই। পরে হাতিটি সিটি সেন্টার চত্বরে ঘুরে বেড়ায়। এরপর সুকনা জঙ্গলের দিকে চলে যায়। কোনও ক্ষয়ক্ষতি কিছু করেনি বলেই জানা গিয়েছে। সম্ভবত এটি বাগডোগরা জঙ্গলের দিক থেকে বেরিয়ে এসেছিল। পরে সুকনার জঙ্গলে ঢুকে যায়।

Out of the jungle to Siliguri city tour of Gajraj

Advertisement
POST A COMMENT