Advertisement

Paschim Medinipur: 'SIR ঠিকঠাক হচ্ছে তো?', BLO দের কড়া নজরে রাখতে ফর্ম হাতেই দুরারে হাজির BDO!

SIR নিয়ে যখন রাজ্য জুড়ে তোলপাড়, ঠিক তখনই ডেবরার বিডিও নিজেই পথে নেমে বোঝালেন সাধারণ মানুষকে কী এই ফর্ম। কীভাবেই বা তা ফিল আপ করতে হবে। SIR ফর্ম নিয়ে যখন গোটা রাজ্য জুড়ে চলছে চর্চা, বিভ্রান্তি আর আতঙ্ক। সেই সময় এক অভিনব উদ্যোগে নজির গড়লেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার বিডিও প্রিয়ব্রত রাঢ়ী। তর্ক-বিতর্কে না জড়িয়ে তিনি বেছে নিলেন সরাসরি যোগাযোগের পথ।

Explaining the SIR form across the state

Advertisement