scorecardresearch
 
Advertisement

VIDEO: সাঁইথিয়ায় বাড়ি থেকে উদ্ধার বিষধর শাঁখামুঠি সাপ

VIDEO: সাঁইথিয়ায় বাড়ি থেকে উদ্ধার বিষধর শাঁখামুঠি সাপ

বীরভূমের সাঁইথিয়ার রোঙাইপুরে একটি বাড়ি থেকে উদ্ধার শাঁখামুঠি সাপ। ঘটনা জানাজানি হতেই এলাকার লোকজন সাপটিকে দেখতে আসে। খবর দেওয়া হয় বনদফতরকেও। বনদফতরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। সাপটি ধরেন দীনবন্ধু বিশ্বাস (অজয়পুর হাই স্কুলের শিক্ষক ও জাতীয় বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য)। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েকদিন ধরে তাঁদের এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। শাঁখামুঠির দেখা মেলার পর তাঁরা আতঙ্কিত। কারণ, এটি রাজসাপ। ভারতের অন্যতম বিষধর সাপ হিসেবে এর পরিচিতি রয়েছে।

Advertisement