Advertisement

Murshidabad: মুর্শিদাবাদে Fake Aadhar র 'ফ্যাক্টরি'! এখানেই Bangladeshi Musllim রা Indian Fake Citizenship তোলে?

Fake Aadhar Card - Voter Card তৈরির চক্রের হদিশ মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আর তা নিয়ে বেশ চাঞ্চল্যও ছড়ায়। এবার SIR পর্বের মাঝেই এই ধরনের একটি চক্রের হদিশ পাওয়া গেল, যা রীতিমতো চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। Murshidabad র Samserganj Police Station র পুলিশের তৎপরতায় পর্দাফাঁস হল জাল আধার কার্ড তৈরির একটি চক্রের। জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ভবানীমাটি এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করে সামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃত যুবকের নাম সফিকুল ইসলাম, বয়স ২২। তার বাড়ি Suti র মধুপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, অভিযানের সময় সফিকুল ইসলামের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি স্ক্যানার ও ক্যামেরা-সহ জাল আধার কার্ড তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং প্রায় ২০টি আধার কার্ড বাজেয়াপ্ত হয়।

Fake Aadhar card and voter card making racket uncovered in Murshidabad

Advertisement