Advertisement

VIDEO: দোকানের মধ্যেই মোবাইল নার্সিংহোম! মুর্শিদাবাদে ধরা পড়ল জাল ডাক্তার

আঁতকে ওঠা ছবি! একদিকে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সারা দেশ ও রাজ্য জুড়ে চলছে ত্রাহি ত্রাহি রব। আর তারই মধ্যে সোমবার সীমান্তবর্তী মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকায় সংবাদমাধ্যমের ক্যামেরাবন্দি হলো এক চরম বিপদজনক ছবি। দিব্যি ডাক্তার সেজে আস্ত রাস্তার পাশে ফুটপাতের ওপর কোনওরকমে কাঠের টেবিল-বেঞ্চ জোড়া লাগিয়ে মোবাইল ডাক্তার খানা খুলে চলছে চিকিৎসা পরিষেবা। এখানেই শেষ নয়। রীতিমতো গ্রামের নানান ধরনের রোগীদের হাতের মধ্যে স্যালাইনের চ্যানেল করে দিয়ে শল্য চিকিৎসাও করা হচ্ছে। আশ্চর্যজনকভাবে পুরো ঘটনাই দিনের আলোয় প্রকাশ্যে হয়ে চলেছে স্থানীয় নসিপুর হাই স্কুল মোড় সংলগ্ন এলাকায় বছরের পর বছর ধরে। আর এই যাবতীয় বেআইনি কাজ কর্ম যিনি চালাচ্ছেন সেই স্বঘোষিত ভুয়া ডাক্তার এলাকায় মোঃ রশিদ খান নামে পরিচিত। যার চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত কোনও রকম বৈধ শংসাপত্র থেকে শুরু করে নথি কিছুই নেই বলেই অভিযোগ।

Advertisement