Advertisement

VIDEO: কুলতলিতে গ্রামে বাঘ ঢুকেছে? আতঙ্ক

কুলতলির কিশোরীমোহনপুরে বাঘের আতঙ্ক। বুধবার রাতে গ্রামে বাঘ ঢুকেছে বলে দাবি গ্রামবাসীদের। আজমলমারির জঙ্গল থেকে নদী সাঁতরে বাঘ গ্রামে ঢোকে। গ্রামের দিকে থাকা ম্যানগ্রোভের জঙ্গলে বাঘ রয়েছে বলে দাবি তাঁদের। রাত থেকেই সেখানে বনকর্মী ও স্থানীয় মৈপীঠ কোস্টাল থানার পুলিশ চলে আসে। গ্রামবাসীদের নিয়ে রাত পাহারার ব্যবস্থা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত বাঘের দেখা মেলেনি। গ্রামের মানুষজন এখনও বন দফতরের সাথে এলাকায় বাঘের খোঁজ চালাচ্ছেন।

fear spread of tiger at kultali Sundarban tourism

Advertisement