scorecardresearch
 
Advertisement

VIDEO: অতিমারীতেই আবার পুজো, তবু আশায় বাঁচছেন আরামবাগের মহিলা ঢাকিরা

VIDEO: অতিমারীতেই আবার পুজো, তবু আশায় বাঁচছেন আরামবাগের মহিলা ঢাকিরা

পুরুষ ঢাকিদের পাশাপাশি সমান তালে ঢাকের বোল তুলতে দেখা গেল হুগলির আরামবাগ থেকে কয়েক কিলোমিটার দুরে অবস্থিত সালেপুরের মহিলা ঢাকিদের (Lady Dhaki)। একেবারে দ্বারকেশ্বর নদীর পাড়েই মহিলা ঢাকি পাড়া। প্রায় ১৫ টি পরিবারের মহিলারা ঢাক বাজানোর সঙ্গে যুক্ত। কিন্তু গত দুই বছর ধরে করোনা (Corona Virus) পরিস্থিতিতে চরম আর্থিক অনটনে দিন কাটছে তাদের। উৎসবের মরসুম এলেই তাদের মুখে হাসি ফোটে। তবে এই বছর উৎসবের মরসুম শুরু হয়ে গেলেও এখনও দুর্গাপুজোর (Durga Puja) বায়না সেই ভাবে না আসায় হতাশায় দিন কাটছে তাদের।

lady dhakies, dhak, durga puja, corona virus, মহিলা ঢাকি, করোনা ভাইরাস, দুর্গা পুজো

Advertisement