scorecardresearch
 

VIDEO: অভিনব! চন্দননগরে বিয়ে দিলেন মহিলা পুরোহিত

VIDEO: অভিনব! চন্দননগরে বিয়ে দিলেন মহিলা পুরোহিত

পাঞ্জাবের সঙ্গে বাংলার মেলবন্ধন। এমনই এক ঘটনা ঘটলো হুগলির চন্দননগরে। পাঞ্জাবি কুড়ি, সাক্সি অরোরা সঙ্গে বাংলার চন্দননগরের যুবক উৎসব নায়েক আবদ্ধ হলেন বিবাহ বন্ধনে। পেশায় দুজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দীর্ঘদিনের প্রেম অবশেষে পরিনতি পেল। তাদের চার হাত এক করলেন এক মহিলা পুরোহিত। হুগলি জেলায় এই প্রথম মহিলা পুরোহিত দ্বারা সম্পন্ন হল বিবাহ অনুষ্ঠান। শাস্ত্রীয় নিয়ম মেনে এবং বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়েই সম্পন্ন হল পরিণয় পর্ব। এরকম এক ব্যতিক্রমী উদ্যোগে খুশি দুই পরিবারের সদস্যরা।

Female Priest performed a marriage ceremony