Advertisement

SFI-TMCP clash: SFI-এর ডাকা ছাত্র ধর্মঘটে উত্তাল মেদিনীপুর কলেজ, TMCP-র সঙ্গে মারামারি

মেদিনীপুর কলেজে SFI কর্মীদের সঙ্গে TMCP-র সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের ওপর দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি চালিয়ে দেওয়ার প্রতিবাদে সোমবার রাজ্যজুড়ে ডাকা SFIএর ছাত্র ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের সমর্থনে যখন SFI-এর সমর্থকেরা সোমবার মেদিনীপুর কলেজের মুল গেটের সামনে অবস্থান করে। সেই সময় TMCP-র জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এর নেতৃত্বে টিএমসিপি-র বেশ কিছু বহিরাগত ছাত্র জোর করে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। প্রথমে কথাকাটাকাটি তারপরই দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।

Advertisement
POST A COMMENT