দুর্গাপুজোর বিসর্জনের সময় ডুয়ার্সের মাল নদীতে হড়পা বানে ভেসে যান বহু মানুষ। রাতেই ৭ জনের দেহ উদ্ধার করা হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮। রাত থেকেই বৃষ্টি নামার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। বৃষ্টি থামলে কিছুক্ষণের মধ্যেই ফের উদ্ধারকাজ ও তল্লাশি অভিযান চালু হবে। এখনও নিখোঁজ বহু। ১০ বছর বয়সী এক বালিকাও ভেসে যায় বলে খবর সংবাদমাধ্যম সূত্রে। হাসপাতালে ভর্তি ১৫ জন। দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করে ট্যুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী ও স্থানীয় তৃণমূল বিধায়ক। দুর্গতদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে বামেরাও। দুর্গাপুজোর বিসর্জনের সময় জলপাইগুড়ির এই মর্মান্তিক ঘটনায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সমবেদনা জানিয়ে টুইট করেন তিনি।
Flash Flood incident at Jalpaiguri