Advertisement

VIDEO: নদিয়ায় স্বরূপনগরে বিপদসীমার ওপর দিয়ে বইছে হুগলি নদীর জল, বানভাসি বিস্তীর্ণ এলাকা

নদিয়ার (Nadia) স্বরুপগঞ্জে ভাগীরথী হুগলি নদী (Hooghly River) বইছে বিপদসীমার উপর দিয়ে, বানভাসি বেশ কিছু এলাকা। নদী তীরবর্তী বেশ কিছু এলাকায় জল ঢুকেছে (Flooded) ইতিমধ্যেই! দুশ্চিন্তায় আরও বেশ কিছু এলাকার মানুষ। নবদ্বীপের বাস্তবনগর এলাকা গঙ্গার জলে প্লাবিত, প্রায় ১৫০টি পরিবারের অনেকে ত্রিপল খাটিয়ে অনেকে আবার লোকের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

Advertisement