scorecardresearch
 
Advertisement

Footprints of unknown animals in Lalgarh: লালগড়ে অজানা জন্তুর পায়ের ছাপ, আতঙ্কে গ্রামবাসীরা

Footprints of unknown animals in Lalgarh: লালগড়ে অজানা জন্তুর পায়ের ছাপ, আতঙ্কে গ্রামবাসীরা

একদিকে বাঁকুড়ার বড়ডিহার জঙ্গলে রয়েছে ১২টি হাতির দল। হাতির অক্রমণ থেকে অল্পের জন্য বেঁচে যায় এক ব্যক্তি। তারই মধ্যে অজানা জন্তুর পায়ের ছাপ দেখা দিয়েছে লালগড়ের কন্যাবালি গ্রামে । বনদফতরের কর্মীরাও জায়গাগুলোর উপর নজর রাখছে। কয়েক দিন আগে একটি ছাগলের মৃতদেহ উদ্ধারের পর এবার নতুন করে একটি ভেড়াও একটি ছাগল নিখোঁজ হয়েছে ওই এলাকা থেকে। আরও একটা বিষয় নজরে আসছে, বন্য শুয়োর জঙ্গল ছেড়ে আশ্রয় নিতে গ্রামে ঢুকে পড়ছে। জঙ্গলে কোনও সমস্যা থাকলেই এরকম ঘটনা ঘটে বলে বক্তব্য গ্রামবাসীদের।

Footprints of unknown animals in Lalgarh, Bankura

Advertisement