Advertisement

VIDEO: ফুলিয়া-শান্তিপুরের বিখ্যাত তাঁতের শাড়ির বাজার কেমন?

আর দুই দিন পরই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মাস অশ্বিন মাস পড়বে । চারিদিকে পুজোর আমেজ। পাশাপাশি দুই বছর ধরে পুজোর আনন্দ অনেকটাই মাটি করে দিয়েছে করোনা সংক্রমণ (Corona Virus)। তার মধ্যেও বাঙালী সহ নানা মানুষ দুর্গাপুজো (Durga Puja) আনন্দ উপভোগ করবে নতুন কাপড়, জামা কিনে। তাই নদিয়ার ফুলিয়া, শান্তিপুরের তাঁতের কাপড় (Cotton Handloom Tant Sari) কিনতে এখন থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছে মানুষজন। দীর্ঘদিন ধরে বসে থেকে তাঁতীরা নতুন উদ্যমে নেমে পড়েছেন লাভের আশায় তাঁতের কাপড় বুনতে। তবে গত বছরের থেকে এই বছর কম দামের শাড়ির বেশি চাহিদা। তাই কম দামের শাড়ি বিক্রি হচ্ছে পূজো উপলক্ষে।

Fulia's famous cotton handloom tant sari expections ahead of durga puja

Advertisement