Advertisement

Gangasagar Mela 2022: কেমন চলছে গঙ্গাসাগরে পুণ্যস্নান?

স্নানের উপর বিধিনিষেধ থাকলেও ভোর থেকেই গঙ্গাসাগর প্রাঙ্গণে স্নান করছেন পুণ্যার্থীরা। ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করেছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। ১ ও ২ নম্বর ঘাটে সেভাবে লোক সমাগম না থাকলেও তিন, চার, পাঁচ নম্বর ঘাটে ভিড় করতে শুরু করেছেন পুণ্যার্থীরা। স্নানও করছেন। সমুদ্র সৈকতে পুলিশ প্রশাসনের নজরদারি থাকলেও স্নানে বাধা দিতে বিশেষ কাউকে দেখা যায়নি।

holy bathing is going on in gangasagar

Advertisement