scorecardresearch
 
Advertisement

Gautam Adani Issue: আদানি নিয়ে কোনও আলোচনাই হল না TMCতে! মমতা চুপ কেন?

Gautam Adani Issue: আদানি নিয়ে কোনও আলোচনাই হল না TMCতে! মমতা চুপ কেন?

আদানি ইস্যুতে বিজেপিকে কার্যত ঘিরে ধরেছে বিরোধীরা। সংসদের শীতকালীন অধিবেশনেও আদানি ইস্যুতে উত্তপ্ত হতে সংসদ। এই পরিস্থিতিতে সোমবার, ২৫ নভেম্বর তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদানি ইস্যুতে কী বার্তা দেন তা নিয়ে কৌতূহল ছিল রাজনৈতিক মহলে। সংসদে তৃণমূল সাংসদদের আদানি ইস্যুতে কী অবস্থান হবে সে সম্পর্কে কী নির্দেশ দেন তৃণমূল নেত্রী? কিন্তু শাসকদলের এই হাইপ্রোফাইল বৈঠকে আদানি ইস্যুতে কোনও আলোচনাই হয়নি। এমনটাই জানালেন তৃণমূলের গুরুত্বপূর্ণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান বৈঠকে আদানি ইস্যুতে কোনও আলোচনাই হয়নি। এনিয়ে আলোচনার কোনও ব্যাপার নেই। দল ঠিক করবে যখন হবে আপনারা জানতেই পারবেন।

Gautam Adani issue not discussed in TMC meeting

TAGS:
Advertisement