Advertisement

Durga Puja 2024: বন্যা কেড়েছে রাস্তা, তাই দেবী দুর্গা সন্তানদের নিয়ে এলেন নৌকায়

এবছর দুর্গার আগমন দোলায়। যদিও ঘাটালে এবার নৌকাতে করেই এলেন মা দুর্গা। বন্যায় বন্ধ যোগাযোগের রাস্তা, তাই ঝুঁকি নিয়ে জলপথে নৌকায় করে প্রতিমা আনছেন পুজো উদ্যোক্তারা। ঘাটাল ব্লকের মনসুকারে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। দেরিতে হলেও আস্তে আস্তে সমস্ত কিছু নতুন করে গড়ে তুলেছেন ঘাটালের বিভিন্ন পুজো কমিটিগুলি। ঘাটালের মনসুকার পুজো উদ্যোক্তারা জানালেন এই বছরের পূজোর থিম মহাকাল। মধ্যপ্রদেশের মহাকাল মন্দিরের আদলে তৈরি করা হয়েছে তাদের মণ্ডপ। তবে বন্যা বিভিন্ন এলাকা ডুবে আছে জলে। তাই নৌকায় করেই মাকে নিয়ে এলেন পুজো উদ্যোক্তরা।

Advertisement
POST A COMMENT