Advertisement

Ghatal Flood Like Situation: কালীপুজোর আগে ফের বানভাসি দেবের ঘাটাল, নৌকাই ভরসা স্থানীয়দের

কালীপুজোর আগে ফের বন্যা পরিস্থিতি ঘাটালে। ঘূর্ণিঝড় দানার প্রভাবে ফুঁসছে শিলাবতী নদী। আর সেই নদীরই জল বেড়ে এবার প্লাবিত ঘাটাল পুরসভা এলাকার একাধিক ওয়ার্ড। শুধু ছোট রাস্তা বা গলি নয়, গাড়ি যাওয়ার বড় রাস্তাতেও দাঁড়িয়ে জল। ক্ষতিগ্রস্ত স্থানীয় স্কুল। পরিস্থিতি এমনই যে নৌকা করে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। দুর্গাপুজোর পর এবার কালীপুজোর আগেও ফের বানভাসি হল দেবের লোকসভা এলাকা ঘাটাল। এ নিয়ে চলতি বছরে পাঁচবার বন্যা পরিস্থিতি তৈরি হল এখানে। দেখুন ভিডিও।

Advertisement
POST A COMMENT