ভূতের ভয়। আমরা এই নিয়ে অনেক গল্প পড়েছে, সিনেমা দেখেছি। কিন্তু সত্যি যদি ভর সন্ধে বেলায় বহ্মদৈত্যি আপনার সামনে চলে আসে, তাহলে কী হবে ভেবে দেখেছেন? তবে এই ঘটনায় ব্রহ্মদৈত্যি না এলেও ভূত কিন্তু এসেছে। আর সেই ভূতের আতঙ্কে কাবু গোটা এলাকা। শুনে একটু অবাক হচ্ছেন তো। আসলে ভূত কুকুরের আত্মঙ্কে কাঁপছে গোটা গ্রাম। কামর দিয়ে জাস্ট ভ্যানিস হচ্ছে সেই কুকুর। তাও ঘটনা ঘটেছে রাতের বেলায়।