Advertisement

Shocking VIDEO: শান্তিপুরে রাইস মিলে অতিকায় গোখরো সাপ! দেখুন

শান্তিপুর ব্লকের নরসিংপুর কালনা ঘাট এলাকার একটি রাইস মিলের ঘর থেকে উদ্ধার হল একটি বিষাক্ত গোখরো সাপ। বুধবার ওই রাইস মিলের ঘরে হঠাৎই বিষাক্ত গোখরো সাপটিকে ঘুরে বেড়াতে দেখে রাইস মিলে কর্মরত কর্মচারীরা। এরপর তড়িঘড়ি ফোন করে বনদপ্তরে খবর দেন তারা। এরপর বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে বস্তাবন্দি করে ওই বিষাক্ত গোখরো সাপটিকে উদ্ধার করেন।

TAGS:
    Advertisement