বিগত কয়েক বছর ধরেই দুর্গাপুজোর সময় পুজো কমিটিগুলিকে অনুদান দিচ্ছে রাজ্য সরকার। অনুদানের অর্থ বাড়তে বাড়তে এই বছর পৌঁছয় ১ লাখ ১০ হাজারে। আর রাজ্য সরকারের অনুদান পেয়ে উপকৃত অনেক পুজো কমিটিই। কিন্তু এবার সেই অনুদান নিয়েই নতুন করে শুরু হয়েছে চর্চা। মালদার হব্বিপুর ব্লকের আটটি ক্লাব এখনও অনুদানের টাকা পায়নি বলে অভিযোগ। ফলে সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তারা।
Government donation for Durga Puja have not yet received by puja committee