Advertisement

Train Fire: হাসনাবাদ-শিয়ালদহ শাখায় লোকালে আগুন, যাত্রীদের চেঁচামেচিতে থামল ট্রেন

সাত সকালে লোকাল ট্রেনে আগুন। হাসনাবাদ শিয়ালদহ শাখার ট্রেনে আগুন দেখতে পায় যাত্রীরা। ট্রেন সন্দালিয়া স্টেশনে ঢোকার সময় মহিলা কামরায় আগুন লক্ষ্য করে যাত্রীরা। যাত্রীদের চেঁচামেচিতে ট্রেন দাঁড়িয়ে যায় স্টেশনে। যাত্রীদের দাবি বেলিয়াঘাট স্টেশন ছাড়াল সময় ধোঁয়া দেখতে পাওয়া যায়। সন্দালিয়া স্টেশনে আসতেই ট্রেন দাঁড় করিয়ে দেয় চালক। যাত্রীরা তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে পড়ে। আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

Advertisement
POST A COMMENT