Advertisement

West Bengal Weather: পশ্চিমী ঝঞ্ঝা-জোড়া ঘুর্ণিঝড়ে জেরবার, বুধবার থেকে South Bengal এ Heavy Rain | Bengal Weather | WT

দক্ষিণবঙ্গে বুধবার, ৬ অগস্ট থেকে ভারী বৃষ্টি। বিক্ষিপ্তভাবে বৃষ্টির মাঝেই আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বুধবার ও বৃহস্পতিবার চার থেকে পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে চলবে। উপরের পাঁচ জেলায় বৃষ্টি বেশি। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। ভারী এবং অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামবে। North Bengal র নদীর জল স্তর অনেকটাই বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। মৌসুমী অক্ষরেখার উত্তরবঙ্গের উপরে অবস্থান। মৌসুমী অক্ষরেখা অমৃতসর দেরাদুন শাহজাহানপুর বাল্মিকীনগর ছাপড়া হয় কোচবিহারের এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত।

Heavy rainfall expected in South Bengal from Wednesday

Advertisement