scorecardresearch
 

Gangasagar Mela: মিলল গঙ্গাসাগর মেলা করার অনুমতি, খুশি ব্যবসায়ী থেকে পুণ্যার্থীরা

Gangasagar Mela: মিলল গঙ্গাসাগর মেলা করার অনুমতি, খুশি ব্যবসায়ী থেকে পুণ্যার্থীরা

গঙ্গাসাগর মেলা নিয়ে জনস্বার্থ মামলার রায়ে হাইকোর্ট শর্তসাপেক্ষে রাজ্য সরকারকে গঙ্গাসাগর মেলা করার অনুমতি দেয় শুক্রবার। রায়দানের পর সাজ সাজ রব গঙ্গাসাগর জুড়ে। ইতিমধ্যেই পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন কপিল মুনির মন্দিরে। মন্দির কর্তৃপক্ষসহ প্রশাসনের পক্ষ থেকে কোভিড পরিস্থিতিতে কড়া নজরদারির চালানো হচ্ছে মন্দির প্রাঙ্গণে। পাশাপাশি পসার নিয়ে ব্যবসায়ীরা ইতিমধ্যেই মেলা প্রাঙ্গণে বসতে শুরু করেছে।

high court granted the permission to organize gangasagar mela