সমস্ত হিন্দু যুবকরা ধুলিয়া, সামশেরগঞ্জে কার্যত ঘরছাড়া। মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী। এমনই অভিযোগ করেছেন এক বিরোধী নেতা। তাঁর আরও দাবি, Pakistan কে দুর্মুষ করছে ভারত। সেটা নিয়ে ব্যস্ত সবাই। Murshidabad খবরের বাইরে চলে গিয়েছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী Murshidabad এ যান। পৌঁছে Hindu যুবকদের চিহ্নিত করে বলে আসেন ভোট আছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে। তার আগে এই Hindu দের কোমর ভেঙে দাও।
Hindu youths displaced in Dhulia and Samsherganj amid political tensions