scorecardresearch
 
Advertisement

Nadia Shantipur Holi: আট থেকে আশি, হোলিতে মাতল শান্তিপুর

Nadia Shantipur Holi: আট থেকে আশি, হোলিতে মাতল শান্তিপুর

সারা দেশ জুড়ে পালিত হচ্ছে হোলি উৎসব। গত দু বছর করোনা আবহে সব উৎসব প্রায় বন্ধ ছিল। এ বছর তাই সংক্রমণ কিছুটা কম হওয়াতে দোল ও হোলিতে বাঁধনহারা উচ্ছ্বাসে মেতেছে সবাই। নদিয়ার শান্তিপুরে আজ দেখা গেল সেরকমই এক ছবি, আট থেকে আশি সকলেই মেতে উঠলেন বসন্ত উৎসবে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আজ মিলেমিশে একাকার। এমনকি এই উৎসবে অংশগ্রহণ করলেন তৃতীয় লিঙ্গের মানুষেরাও। শান্তিপুর তেঁতুলতলার ওরিয়েন্টাল স্কুলের মাঠে মা দুর্গা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই বসন্ত উৎসবের আয়োজন করা হয়।

Shantipur Basanta Utsav 2022

Advertisement