রাজ্যে এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে রাম নবমীর মিছিল। রাম নবমীর মিছিলকে ঘিরে যাবতীয় বিতর্কও তৈরি হয়েছে। তবে অন্য ছবি দেখল হুগলির চন্দননগর। এই মিছিলে পা মেলাল তৃণমূল ও বিজেপি। তবে রাম নবমীর মিছিলে অংশগ্রহণকারীদের হাতে তলোয়ারের পাশাপাশি বিভিন্ন অস্ত্র দেখা গিয়েছে। এই মিছিলে পা মেলালেন চন্দননগরে শীর্ষ তৃণমূল নেতা এবং পৌর নিগমের মেয়ের রাম চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। একই সঙ্গে এই মিছিলে যোগ দিয়েছিলেন হুগলি জেলা বিজেপি অন্যতম নেতা সুবীর নাগ সহ অন্য বিজেপি নেতারা। তবে অস্ত্র নিয়ে মিছিল কেন? এই প্রশ্ন অবশ্য সুকৌশলে এড়িয়ে গিয়েছেন তৃণমূল নেতা। তিনি বলেন মিছিলে অস্ত্র না নিয়ে আসার কথা বলা হয়েছিল। কিন্তু কেন তারা অস্ত্র নিয়ে এসেছে সেই বিষয়টি এড়িয়ে গিয়েছেন মেয়র। তবে তিনি বলেন চন্দননগরে এই মিছিল ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হাওড়া ও হুগলিতে রাম নবমীর মিছিলকে ঘিরে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল তা নিয়ে বেশ চিন্তিত রাজ্যবাসী। উদ্বিগ্ন পুুলিশ প্রশাসনও। এই পরিস্থিতি অবশ্য তৈরি হয়নি চন্দন নগরে। তবে এই অস্ত্র মিছিলের নিন্দা জানিয়েছে এলাকাবাসী।
Hooghly Chandannagar Ram Navami