Advertisement

VIDEO: প্রবল বৃষ্টিতে প্লাবিত খানাকুল, রাস্তায় চলছে নৌকা

প্রবল বৃষ্টিতে (Heavy Rain) ফের প্লাবিত (Flood) খানাকুল। হাজার হাজার একর জমি এবং কৃষি সম্পত্তি জলের নিচে রয়েছে যার ফলে কৃষি সম্পত্তির ক্ষতি হচ্ছে। মাথায় হাত কৃষকদের। মানুষজন তাদের বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। খানাকুলের ব্লক ১ এবং ২ এর বেশিরভাগ গ্রাম বাকি এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তায় চলছে নৌকা।

Hooghly Khanakul flooded due to heavy rains

Advertisement