Advertisement

Hooghly: উত্তরপাড়া গভঃ হাইস্কুলের মেন গেটের সামনে আবর্জনার স্তুপ

উত্তরপাড়া গভঃ হাইস্কুলের মেন গেটের সামনে আবর্জনার স্তুপ। পরিস্থিতি এমন ঘোরালো যে স্কুলের গেট বন্ধ করা যাচ্ছিল না। পুরসভার বিরুদ্ধে আবর্জনা ফেলে যাওয়ার অভিযোগ ওঠে। জানা গিয়েছে, স্কুলে ভ্যাট বসানো নিয়ে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন পৌরপ্রধান এবং প্রধান শিক্ষক। বিদ্যালয়ের এক শিক্ষকের অভিযোগ, বিদ্যালয়ের আবর্জনা দীর্ঘদিন ধরে পাঁচিলের গায়ে ফেলা হত, সম্প্রতি পুরসভার পক্ষ থেকে ভ্যাট দেওয়া হয়। কিন্তু সেই ভ্যাটে আবর্জনা ফেলা যাচ্ছে না। এতটাই ছোট, তাই বার বার বড় ভ্যাট দেওয়ার কথা বলা হয়। এই নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পুরপ্রধানের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। অভিযোগ, প্রধান শিক্ষককে অপমানজনক কথাও বলা হয়। প্রতিহিংসামূলক আচরণ করে পুরসভা। সোমবার, 13মার্চ বিভিন্ন জায়গা থেকে আবর্জনা বিদ্যালয়ের গেটের সামনে ফেলে দেয় পুরসভা। মঙ্গলবার, 14 মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। স্কুলের ওই গেট দিয়ে কীভাবে পরীক্ষার্থীরা ঢুকবে তানিয়ে চিন্তায় পড়ে যায় স্কুল। জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তরের বিভিন্ন জায়গায় অভিযোগ জানানো হয়েছে স্কুল থেকে। পুরপ্রধান দিলীপ যাদব জানান, নির্মল বন্ধুরা এই বিষয়ে তাঁকে জানালে তিনি এক নির্মল বন্ধুর ফোন দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন। ওই জায়গায় বেআইনিভাবে বিদ্যালয় আবর্জনা ফেলে।পুরসভার নির্মল বন্ধুর লোকেরা গিয়ে বারণ করা সত্ত্বেও তাঁরা ওই কাজ করায় সোমবার তিনি ফোনে বিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে কথা বলেন।ওনারা যে অভিযোগ করছেন, তা ঠিক নয়। পুরসভা এই আবর্জনা ওই জায়গায় ফেলেনি বলে দাবি তাঁর।পরীক্ষার জন্য পুরসভা স্কুলকে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান পুর প্রধান।

hooghly school gate stuck with garbage

Advertisement