Advertisement

Madhyamik Exam 2024 Hooghly: অ্যাডমিট কার্ড ভুলে যাওয়া মাধ্যমিক পরীক্ষার্থীকে পৌঁছে দিলেন ট্রাফিক পুলিশ

ফের পুলিশের মানবিক মুখ দেখলেন মাধ্যমিক পরীক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা। অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়ায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছিলেন ওই পরীক্ষার্থী। বিষয়টি জানতে পেরেই ওই ছাত্রী বাড়ি থেকে অ্যাডমিট কার্ড আনতে উদ্যোগী হয় পুলিশ। নিজের বাইকে বসিয়ে ওই ছাত্রীকে সঙ্গে নিয়ে তার বাড়ি পৌঁছে যায় পুলিশ। এরপর অ্যাডমিট কার্ডটি নিয়ে নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয় ওই ছাত্রীকে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ওই ছাত্রী ও তার পরিবার। ঘটনাটি চন্দননদর পুলিশ কমিশনারেটের।

Madhyamik Exam 2024 Hooghly

Advertisement