Advertisement

Hooghly: হুগলিতে দু'টি সোনার দোকানে লুঠ, রাতে টর্চ নিয়ে ঢুকল চোর... CCTV ফুটেজ

হুগলির চণ্ডীতলার বেগমপুরে ২টি সোনার দোকানে চুরি। নজরদারি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। সোনার দোকানের মালিক কাশীনাথ সামন্ত জানিয়েছেন, প্রায় এক কেজির উপর সোনার গয়না। কিছু নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী । দোকানে রাখার সমস্ত সোনা নিয়ে চলে গিয়েছে। বিয়ের মরসুমের আগে মাথায় হাত দুই সোনার দোকানের মালিকের। প্রশ্ন উঠছে, নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে চুরি হল? ঘটনার তদন্তে চণ্ডীতলা থানার পুলিশ।

Advertisement
POST A COMMENT