Advertisement

VIDEO: কালীপুজোয় বাড়ি ফাঁকা, অশোকনগরে দুঃসাহসিক চুরি

কালীপুজোর বিসর্জনে ফাঁকা বাড়ি পেয়ে দুঃসাহসিক চুরি। ঘটনাটি অশোকনগর থানার মহিষপুকুর এলাকার। সোমবার রাতে পরিবারের প্রত্যেকে পার্শ্ববর্তী একটি কালী মন্দিরের বিসর্জনে অংশগ্রহণ করে। বিসর্জন শেষে বাড়িতে ফিরে এসে দেখে ঘরের তালা ভাঙা। পেশায় ঠিকাদার শৈলেন্দ্রনাথ ঘোষের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় চার থেকে পাঁচ ভরি সোনার গহনা ও নগদ দেড় লক্ষ টাকা খোয়া গেছে । সব মিলিয়ে চুরি গিয়েছে প্রায় চার লক্ষাধিক টাকার জিনিসপত্র।

horrible theft incident occurred at ashoknagar

Advertisement