পুজোর মুখে বীরভূমের খয়রাশোলের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ। একাধিক সংবাদমাধ্যমে প্রকাশ, ঘটনায় ৫ থেকে ৭ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রশাসনের কর্তাব্যাক্তিরা ঘটনাস্থলে পৌঁছেছেন। দেহ উদ্ধারের কাজ চলছে। বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার ভাদুলিয়া গ্রামের কোলিয়ারিতে এই দুর্ঘটনা ঘটে। সেখানে কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণ হয়। যার জেরে একাধিক শ্রমিকের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।