মহামারী করোনার (Corona Virus) দাপটে এবং প্লাস্টিক আর ফাইবারের যুগে প্রায় বিলুপ্ত হতে চলেছে গ্রাম বাংলার একটি বিখ্যাত হস্তশিল্পের। চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন হুগলি গোঘাটের উপসালাঝার গ্রামের ডোমপাড়ার বাঁশ-বেতের হস্ত শিল্পী এবং শিল্পী (Artist) পরিবারের সদস্যরা।
How are the bamboo and cane artisans of Hooghly in the Corona epidemic?