Advertisement

June Malia: জুন মালিয়ার নামে এ কী বললেন TMCর নতুন বিধায়ক? দেখুন ভিডিও

২০২১ সালে বিধানসভা ভোটে অভিনেত্রী জুন মালিয়াকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। সেবার জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন জুন। এরপর ২০২৪-এর লোকসভা ভোটে মেদিনীপুর কেন্দ্রে জুন মালিয়াকে প্রার্থী করেছিল রাজ্যের শাসকদল। সেবারও জুন মালিয়া জয়ী হন বড় ব্যবধানেই। মেদিনীপুরে তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরার সঙ্গে জুন মালিয়ার নাকি বিরোধ হয়েছে। পথ পার্থক্য তুঙ্গে। এই জল্পনা কিন্তু জেলার রাজনীতির আঙিনায় কান পাতলেই শোনা যায়। জুন মালিয়া ২০২৪-এ লোকসভায় প্রার্থী হওয়ার পর সাংসদ হওয়ায় মেদিনীপুর আসনে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। আর এবার মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হয় সুজয় হাজরাকে। শনিবার, ২৩ নভেম্বর উপনির্বাচনের ফল বেরনোর পর সুজয়া হাজরা জয়ী হন বড় ব্যবধানেই।

How Sujay Hazra's election win impacts June Malia

Advertisement