আমি কীভাবে ভোট করেছি সেটা মুর্শিদাবাদের মানুষ জানে, ভোটাররা জানে। অধীর চৌধুরীও ভাবতে পারেননি যে 2024 সালে লোকসভা ভোটি তিনি পরজয়ের মুখ দেখবেন। তাঁর আত্মবিশ্বাস অটুট ছিল। কিন্তু আমি রাজনৈতিক ভাবে এমন কৌশল অবলম্বন করেছিলাম যে অধীর চৌধুরী হেরেছন। হিন্দু-মুসলিম গেম খেলে অধীরকে কীভাবে ইউসুফ হারালেন গোপন স্ট্রাটেজি ফাঁস করে দিলেন হুমায়ূণ কবীর।
How Yusuf defeated Adhir in Murshidabad 2024 Lok Sabha elections