এটিএম হ্যাকিং রুখতে এবার বিশেষ ব্যবস্থা নিল হাওড়া সিটি পুলিশ। গত একবছরে একাধিকবার বিভিন্ন এটিএম ভেঙে লুঠপাট চালিয়ে পালিয়ে গিয়েছে লুটেরার দল। অধিকাংশ ক্ষেত্রেই লুঠ হয়ে যাওয়া টাকা উদ্ধার তো দুরের কথা লুটেরারদের টিকিও ছোঁয়া যায়নি। পুলিশের ধারণা, হাওড়ায় অধিকাংশ এটিএম অরক্ষিত থাকার এই সুযোগটাকেই কাজে লাগিয়ে দুষ্কৃতীরা হানা দিতে পারে। হাওড়া ও বালি মিলিয়ে শহরে শতাধিক এটিএম আছে। এবারে রাতে বাড়ানো হল রেডিও ফ্লাই স্কোয়াড ও মোটরবাইক বাহিনীর সংখ্যা। প্রতিটি এটিএমে রাতে নজরদারি বাড়ানো হয়েছে।