নথিপত্র দিলেই তৈরি হয়ে যাচ্ছে জন্ম সার্টিফিকেট। আর তাতে করে শয়ে শয়ে মানুষ সেই সার্টিফিকেট টাকা দিয়ে বিশ্বাসের সঙ্গে বানিয়েও নিচ্ছেন। আর এই গোটা কর্মকান্ডের পিছনে রয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তবে শুধু জন্ম সার্টিফিকেটই নয়, পয়সা দিলে বানিয়ে দিচ্ছেন আধার কার্ডও। ভাবুন কী কান্ড। সাইবার ক্যাফে খুলে জন্ম সার্টিফিকেট, আধার কার্ড বানিয়ে দেওয়ার নামে চলছে বিরাট কেলেঙ্কারি। তবে এই সমস্ত সার্টিফিকেট বিভিন্ন জায়গায় জমা করতে চোখ উঠল কপালে। মানে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য যে সার্টিফিকেট বানিয়ে দিয়েছেন তা নাকি একেবারেই ফেক। সরকারি খাতায় সেই সার্টিফিকেটের না আছে কোনও রেকর্ড, তা আছে তাঁর কোনও ভিত্তি। এই অভিযোগ সামনে আসতেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। শাসকদলের পঞ্চায়েত সদস্য কী করে এই ধরনের বেআইনি কাজ করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই।
Howrah fake birth certificates scandal