দুইগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার বাঁকড়া। ডোমজুরের বাঁকড়ায় ব্যপক বোমাবাজি, ভাঙচুর হয়। বাঁকড়া ২ এর মুন্সিডাঙ্গা শেখ পাড়ার ঘটনা। ঘটনাস্থালে ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী। রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। জানা গেছে বেআইনি বাড়ি তৈরিতে বাঁধা দেওয়ায় পঞ্চায়েত সদস্য শেখ মফিজুল ওরফে মিন্টুর বাড়িতে হামলার অভিযোগ, ফারুক ও তার লোকজনের বিরুদ্ধে। পাল্টা হামলা শেখ মফিজুলেরও । ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। দুইপক্ষের কমপক্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। শেখ ফারুক অতীতে সিপিএম কর্মী ছিল বর্তমান তৃণমূল করেন। বেআইনিভাবে বাড়ি বানানোর অভিযোগ নিয়ে এই ঘটনা । ঘটনাস্থলে ব্যাপক বোমাবাজি ও ইট বৃষ্টি হয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।