Advertisement

Howrah News: সোশ্যাল মিডিয়ায় চাকরির টোপ দিয়ে যুবককে তুলে নিল! তারপরই মুক্তিপণের ফাঁদ

পাহাড় সমান দুর্নীতিতে জর্জরিত বাংলা। যেদিকেই চোখ যায় সেদিকেই দুর্নীতি। শিক্ষা থেকে রেশন সবেতেই দুর্নীতি। আর তাতে নাম জড়িয়েছে শাসকদলের একাধিক নেতা-মন্ত্রীদের। তাঁরা প্রত্যেকেই বর্তমানে জলে। তবে এতকিছুর পরও দুর্নীতি কিছুতেই থামছে না। এই যেমন সোশ্যাল মিডিয়ায় চাকরির টোপ দিয়ে এক যুবককে মুক্তিপণের দাবিতে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হল তিন যুবককে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়।

Howrah Liluah Fake Job Scam

Advertisement