Advertisement

Midnapore: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলো পুরী- হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলো পুরী- হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। কাপলিং খুলে গিয়ে ইঞ্জিন ও দুটো বগি এগিয়ে যায়। পরে খড়গপুর থেকে নতুন দুটি বগি নিয়ে আসে ট্রেনটিকে রওনা করা হয়। শনিবার, 20 মে রাত একটায় ঘটে এই দুর্ঘটনা। নেকুরসেণি স্টেশন সংলগ্ন এলাকায় ঘটে এই দুর্ঘটনা। এই দুর্ঘটনার জেরে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। শুরু হয় আলাদা হয়ে যাওয়া ট্রেনের বগিগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ।

Howrah-Puri Superfast Express coaches uncouple

Advertisement