গত বছর অভয়া কান্ডে আরজি কর হাসপাতাল সহ গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল। সকলেই অভয়ার বিচার চেয়ে প্রতিবাদে রাস্তায় নেমেছিল। এবার আরজি কর হাসপাতালেরই এক জুনিয়র ডাক্তারের কারণে প্রাণ বাঁচল এক মুমূর্ষু বৃদ্ধের। গত বুধবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে বিনা চিকিৎসায় এক যাত্রীর মৃত্যুর পরেই গত মঙ্গলবার নিউ জলপাইগুড়ি- হাওড়া বন্দে ভারতে এই চিকিৎসকের মানবিকতার ঘটনা সামনে আসে। আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক ডাক্তারের তৎপরতায় প্রাণ ফিরে পান ওই বৃদ্ধ।
Humanity of rg kar hospital junior doctor saved a dying elderly